২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক


২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় সাড়ে ২৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুরো রুটে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, "আমরা ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছি।"

গতকাল দুপুরে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ায় একজন পথচারীর মৃত্যু হয় এবং আরও দুজন আহত হন। এই দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে পুরো মেট্রোরেল সিস্টেম বন্ধ রাখা হয়েছিল।

বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে ট্রেন চলাচল শুরু হয়। তবে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত সেকশনে চলাচল তখনও স্থগিত ছিল।

দুর্ঘটনার প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ করে ডিএমটিসিএল পুরো রুটে ট্রেন চলাচল পুনরায় চালু করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×