উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল শুরু


উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল শুরু

সাময়িক বিরতির পর আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১১টা থেকে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং যাত্রীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারি বিয়ারিং প্যাড ছিটকে পড়ে, যার ফলে পথচারী আবুল কালাম ঘটনাস্থলেই প্রাণ হারান। এই দুর্ঘটনার কারণে ওই রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×