আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:২২ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মাছ ধরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন।
নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) এবং সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত ব্যক্তির নাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫)।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে আবুধাবির সিলা হাইওয়ে, বর্তমানে খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের আগে।
আহত মোক্তার আলী জানান, “সেদিন ভোরে আমি আমার বন্ধু নাসির উদ্দিনকে নিয়ে আবুধাবি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের হামিম এলাকায় মাছ ধরতে যাচ্ছিলাম। পথে গাড়ির ত্রুটি দেখা দিলে আমি সেটি রাস্তার পাশে থামাই। এরপর সাহায্যের জন্য আমি আমার বন্ধু আমির হোসেন রুবেলকে ফোন করি।”
মোক্তার জানান, রুবেল ঘটনাস্থলে এসে গাড়ির কুল্যান্টে পানি ঢালতে গিয়ে তাঁকে ইঞ্জিন চালু করতে বলেন। সেই সময় রুবেল এবং নাসির দুজনে গাড়ির মাঝখানে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা ছয় চাকার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি দুটি ধাক্কা মারে এবং প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।
ধাক্কায় তিনটি গাড়িতেই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই রুবেল দগ্ধ হয়ে এবং নাসির মাথায় আঘাত পেয়ে মারা যান। মোক্তার আলী ঘাড় ও পায়ে আঘাত পেলেও বেঁচে যান এবং পরে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। নিহতদের মরদেহ বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, রুবেল এবং নাসির দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রুবেল প্রায় ১৮ বছর, আর নাসির প্রায় ১৭ বছর ধরে প্রবাসে ছিলেন। রুবেলের ১২ ও ১ বছরের দুই ছেলে এবং ৭ বছরের এক মেয়ে রয়েছে। নাসিরের দুই সন্তান - ১১ বছরের মেয়ে এবং ৫ বছরের ছেলে।
পুলিশ দুর্ঘটনার পর ট্রাকটি এবং তার চালককে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক হয়তো ঘুমিয়ে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
মোক্তার আলী জানিয়েছেন, “প্রয়োজনীয় তদন্ত এবং আনুষ্ঠানিকতা শেষে নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।”