আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় চতুর্থ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:৫১ এম, ২৭ অক্টোবর ২০২৫
শীতের শুরুতেই রাজধানী ঢাকার বাতাস আবারও শ্বাসকষ্টের কারণ হয়ে উঠেছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সোমবার সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
সংস্থাটির সকাল ৯টার প্রতিবেদন জানায়, এ সময় ঢাকার গড় বায়ুমান সূচক (AQI) রেকর্ড করা হয় ১৬১। এই মান অনুযায়ী বিশ্বে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় ঢাকা রয়েছে চতুর্থ স্থানে। সাধারণত AQI স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে সেটিকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, যা সকলের জন্য ক্ষতিকর এবং বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।
আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার বাতাসে সূক্ষ্ম কণা পিএম ২.৫ (PM2.5)-এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর নির্ধারিত দৈনিক মানের তুলনায় ১৪ গুণ বেশি। এই ক্ষুদ্র কণাগুলোই দূষণের মূল উৎস হিসেবে চিহ্নিত, যা শ্বাসযন্ত্রে প্রবেশ করে নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
আজ খুলনায় ঢাকার চেয়েও খারাপ বায়ু মান রেকর্ড করা হয়েছে, যেখানে AQI দাঁড়িয়েছে ১৯২। গাজীপুরের কাপাসিয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক, সেখানে সূচক পৌঁছেছে ২৩২-এ।
আইকিউএয়ারের মতে, বর্তমান পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীকে বেশি সতর্ক থাকতে হবে। সংস্থাটি পরামর্শ দিয়েছে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে, জানালা বন্ধ রাখতে, বাইরে ব্যায়াম এড়িয়ে চলতে এবং সম্ভব হলে ঘরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে।
বিশেষজ্ঞদের মতে, নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া এবং শিল্প কারখানার নির্গমন ঢাকার বায়ু দূষণের প্রধান কারণ। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় এসব দূষণ আরও ঘন হচ্ছে, যা রাজধানীর বায়ু মানকে দ্রুত নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে।