প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে পাক যৌথ বাহিনীর চেয়ারম্যান

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে পাকিস্তানের আগ্রহ


বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে পাকিস্তানের আগ্রহ

পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি জনগণের পারস্পরিক বন্ধুত্বকে গুরুত্ব দিয়ে পাকিস্তানের পক্ষ থেকে সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, "বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, যোগাযোগ এবং বিনিয়োগ বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। আমাদের দুই দেশ একে অপরকে সহায়তা করবে।" জেনারেল মির্জা জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী নৌপথ ইতোমধ্যে চালু হয়েছে এবং ভবিষ্যতে ঢাকা-করাচি আকাশপথও কার্যকর হবে।

দুপক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য ও অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার চ্যালেঞ্জ নিয়েও তারা মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, "ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে। এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে একযোগে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।"

সাক্ষাতকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×