নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল’ বিস্ফোরণ, আটক ১
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:০৯ এম, ২৬ অক্টোবর ২০২৫
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেল সদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা রাতের নীরবতা ভেঙে মুহূর্তেই আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনার পরপরই পুলিশ দ্রুত একজন সন্দেহভাজনকে আটক করেছে।
শনিবার (২৬ অক্টোবর) রাত প্রায় ১১টা ১৫ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।
তিনি বলেন, “রাত ১১টার পর নির্বাচন কমিশন এলাকায় ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে ওই এলাকায় থাকা পুলিশের টহল দল ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দিয়েছে। সে অনুযায়ী এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।”