প্রধান উপদেষ্টাকে ৬ মানবাধিকার সংস্থার চিঠি, যেভাবে দেখছে সরকার


প্রধান উপদেষ্টাকে ৬ মানবাধিকার সংস্থার চিঠি, যেভাবে দেখছে সরকার

ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়ে গুম–খুনের বিচারের নিশ্চয়তা দিতে এবং আওয়ামী লীগের কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সরকারের দৃষ্টিতে এটি সংস্থাগুলোর মতামত হিসেবে দেখা হচ্ছে। তবে চিঠি নিয়ে সরকার কোনো প্রতিবাদ বা আনুষ্ঠানিক বিবৃতি জানাবে না।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “প্রত্যেকে নিজ নিজ কাজ করবে। মানবাধিকার সংস্থাগুলো তাদের কাজ করবে। সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া সম্ভব নয়। তবে মানবাধিকার নিয়ে উদ্বেগ এলে সেটাকে আমরা বিবেচনায় নেই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব, তা করা হয়। প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন, আর আমাদের কাজ হলো সব দৃষ্টিকোণ বিবেচনা করে এগোনো।”

চিঠিটি গত রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়।

উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন, এটা প্রতিবাদ বা বিবৃতি দেওয়ার বিষয় নয়। তারা তাদের মতামত জানিয়েছে, আমরা আমাদের কাজ সেই অনুযায়ী করব। যদি কোনো বিষয়ে তারা বিশেষ প্রতিক্রিয়া চায়, আমরা অবশ্যই জানাব।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×