মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নতুন প্রশাসক মুক্তিযোদ্ধা ইশতিয়াক


মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নতুন প্রশাসক মুক্তিযোদ্ধা ইশতিয়াক

সরকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির অতিরিক্ত পরিচালক-৪ এম এম মাহমুদুল্লাহকে অব্যাহতি দিয়ে তার স্থলে বীর মুক্তিযোদ্ধা মো. ইশতিয়াক আজিজ (উলফাৎ)-কে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ জুলাই প্রশাসক কর্তৃক প্রেরিত বিভিন্ন বিষয়ক অবহিতকরণ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এম এম মাহমুদুল্লাহকে প্রশাসক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মো. ইশতিয়াক আজিজকে সংস্থার নতুন প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত করা হয়।

প্রশাসকের কর্মপরিধি সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন প্রশাসক অব্যাহতিপ্রাপ্ত প্রশাসকের নিকট থেকে সরাসরি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১, বিধি ১৯৬২ এবং সংস্থার অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া, আগামী ৯০ দিনের মধ্যে সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করতে হবে এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের বেতনভাতা ব্যতীত অন্য কোনো খাতে অর্থ ব্যয় করতে হলে নিবন্ধন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে এবং প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে সংস্থার মাসিক অগ্রগতির প্রতিবেদন সমাজসেবা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×