ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা


ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে একাধিক চুক্তি বাতিলের তথ্যকে ‘ভিত্তিহীন’ ও ‘অসত্য’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, “ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়, বরং অধিকাংশেরই অস্তিত্ব নেই।”

এর আগে, গত ১৯ অক্টোবর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে ভারতের সঙ্গে ‘বাতিল হওয়া’ চুক্তির একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “ফেনির পানি বণ্টন নিয়ে কোনো চুক্তিই নেই। স্থানীয় সরকার উপদেষ্টা কারও দেওয়া তথ্য রিপোস্ট করেছেন, না করলেও পারতেন। বেশিরভাগ প্রকল্প বা চুক্তির কোনো অস্তিত্বই বাস্তবে নেই।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত কেবল একটি চুক্তি বাতিল করা হয়েছে—ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসই’র সঙ্গে টাগবোট সরবরাহের চুক্তি। পাশাপাশি আদানি বিদ্যুৎ চুক্তির পর্যালোচনা চলছে, আর মিরসরাই ও মোংলার ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (আইইজেড) সম্পর্কিত বিষয়গুলোও পর্যালোচনার আওতায় আছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, “কোনো বাংলাদেশিকেই রাশিয়া বা ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার।”

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠি সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, “সবারই উচিত নিজেদের দায়িত্বে থাকা কাজ করা। সরকার অনেক বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×