জামায়াত ও ইসলামি দলগুলোর কঠোর কর্মসূচির ঘোষণা, পিআর পদ্ধতিসহ ৫ দাবি


জামায়াত ও ইসলামি দলগুলোর কঠোর কর্মসূচির ঘোষণা, পিআর পদ্ধতিসহ ৫ দাবি

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজন এবং পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালুর দাবিতে একগুচ্ছ কঠোর কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ইসলামী দলগুলোর একত্রিত জোট।

রবিবার, ১৯ অক্টোবর, এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস এই কর্মসূচিগুলো প্রকাশ করে।

সংবাদকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, "গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে জুলাই সনদের স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পেরেছে তার ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে।"

তিনি আরও জানান, চলমান আন্দোলন নির্বাচনের পথ রুদ্ধ করবে না বলেই তাদের অবস্থান। তবে নির্বাচন ফেব্রুয়ারিতেই দেখতে চাইলেও তার আগে সনদ বাস্তবায়নের নির্দেশ ও গণভোট আয়োজনের দাবি তুলেছেন তিনি। "আমাদের আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, তবে এর আগে সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আর গণভোট দিতে হবে," বলেন গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পাঁচ দফা দাবির ভিত্তিতে এই চতুর্থ ধাপের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনদকে আইনগত স্বীকৃতি দেওয়া, গণভোট আয়োজন, পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু, এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
২৫ অক্টোবর দেশের বিভাগীয় শহরগুলোতে একই ধরনের কর্মসূচি পালন করা হবে।
২৭ অক্টোবর জেলা শহরগুলোতে বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হবে।

সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, ২৭ অক্টোবরের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×