এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত: সারজিস আলম


এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে "শাপলা" প্রতীক বাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পেছনে কোনো আইনি ভিত্তি নেই বলে দাবি করে তিনি বলেন, কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।

রবিবার, ১৯ অক্টোবর দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির আয়োজিত এক সমন্বয় সভায় এসব মন্তব্য করেন সারজিস আলম। তিনি বলেন, “শাপলা প্রতীক বরাদ্দে কোনও আইনি বাধা নেই। আমরা আইনবিদদের সঙ্গে পরামর্শ করেছি। নির্বাচন কমিশন কারও মন রক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে। এমন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

সারজিস আলম আরও জানান, দলটি ভবিষ্যতেও শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশন অন্যায় করলে এনসিপি তা রাজনৈতিকভাবে প্রতিহত করবে বলেও তিনি সতর্ক করেন।

জুলাই সনদে স্বাক্ষর না করা নিয়ে প্রশ্ন উঠলেও সারজিস আলম তা আমলে নিতে নারাজ। এই প্রসঙ্গে তিনি বলেন, “এর প্রভাব জনগণই নির্ধারণ করবে। আইনগত ভিত্তি ছাড়া শুধু একটি কাগজ দেখিয়ে জনগণকে বোঝানো যাবে না।”

সভায় অতীত রাজনীতির প্রেক্ষাপট টেনে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের আগে রাজনীতিতে তেমন কোনো সরব উপস্থিতি ছিল না। বড় দলগুলোর অফিসে কর্মীর সংকট ছিল। এখন পরিস্থিতি বদলেছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×