দাবি আদায়ে এবার শহীদ মিনারে অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা


দাবি আদায়ে এবার শহীদ মিনারে অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এবং শিক্ষা উপদেষ্টার ‘অসৌজন্যমূলক আচরণের’ প্রতিবাদে অনশনে নেমেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার, ১৭ অক্টোবর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে তাদের টানা অনশন কর্মসূচি।

দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকেই রাজধানীতে অবস্থান নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক ও কর্মচারীরা। সকাল ১১টা ৩৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ৮০০ জন শিক্ষক-কর্মচারী বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে পৌঁছায়। সেখানে সকাল ১১টা ৫৫ থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত চলে এক সংক্ষিপ্ত সমাবেশ। পরে তারা আবার শহীদ মিনারে ফিরে আসেন এবং সেখানে অনশন শুরু করেন।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “বিপন্ন, হতাশাগ্রস্ত শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এটাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। ছয় লাখ শিক্ষক-কর্মচারী একত্রিত হলে ঢাকাকে অচল করে দেওয়া হবে।”

তিনি জানান, আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিসহ অনেক সাধারণ মানুষও তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

অধ্যক্ষ আজিজী আরও বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নির্বাচিত ভিপির সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ত্যাগ করবো না।”

সমাবেশের শেষ পর্যায়ে আগামীকাল শনিবার দুপুর ১২টায় একটি কালো পতাকা মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার যদি দ্রুত দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করে, তবে আন্দোলনের পরিসর আরও বাড়ানো হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×