জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার, শুরু হতে কয়েক মিনিট দেরি হতে পারে: প্রেস সচিব
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:০৫ পিএম, ১৭ অক্টোবর ২০২৫

জাতীয় পর্যায়ের বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। তবে বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠানের সূচনায় কয়েক মিনিটের দেরি হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার, ১৭ অক্টোবর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি জানান, “ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতোমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় রইলাম।”
আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই ঐতিহাসিক দলিলের স্বাক্ষর অনুষ্ঠান। সরকার ও বিভিন্ন পক্ষের দীর্ঘ আলোচনার পর স্বাক্ষরের মাধ্যমে একটি নতুন জাতীয় ঐকমত্যের পথে যাত্রা শুরু হতে যাচ্ছে।
তবে অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র ও সাধারণ জনগণের একটি অংশ রাষ্ট্রীয় স্বীকৃতি এবং ‘জুলাই আহত বীর’ হিসেবে স্বীকৃতির দাবিতে তিন দফা দাবিনামা সামনে রেখে বিক্ষোভে অংশ নেয়। তারা সকাল থেকেই অনুষ্ঠানের ভেন্যুর আশপাশে অবস্থান নেয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, “জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে।” এ আহ্বান সত্ত্বেও তারা তাদের অবস্থান ছাড়েনি। পরে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং নিরাপত্তার স্বার্থে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়।