ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মিলল বৃদ্ধের মরদেহ


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মিলল বৃদ্ধের মরদেহ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে সড়কের পাশে পড়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ষোলঘর স্ট্যান্ড-সংলগ্ন ঘাসের ওপর ওই বৃদ্ধকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। দীর্ঘ সময় কোনো নড়াচড়া না হওয়ায় সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশে জানান। পরে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, “স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে অফিসার ও ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।”

তিনি আরও জানান, বৃদ্ধের পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে, এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×