সাত রুটে অবৈধ অস্ত্র ঢুকছে দেশে


সাত রুটে অবৈধ অস্ত্র ঢুকছে দেশে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটারজুড়ে সাতটি নির্দিষ্ট পথ দিয়ে দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানা গেছে।

এসব চিহ্নিত রুটের মধ্যে রয়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি, ঘুমধুম পয়েন্টের বালুখালী কাস্টমস ঘাট, উখিয়ার পালংখালী এবং হোয়াইক্যং ইউনিয়নের নলবনিয়া।

এই অস্ত্র পাচারে জড়িত অন্তত পাঁচটি চক্র, যার মধ্যে চারটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রোহিঙ্গা ক্যাম্পে।

এছাড়া পার্বত্য খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের গভীর অরণ্যে সক্রিয় সন্ত্রাসীদের একটি বড় চক্র এই পাচারে সম্পৃক্ত রয়েছে।

অস্ত্রের এসব চালান মূলত কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য তিন জেলার সন্ত্রাসীদের ঘাঁটিতে পৌঁছায়।

এই সীমান্ত পথ ছাড়াও দেশের অন্য অংশে আরও অন্তত ১৭টি রুট দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশ করে থাকে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র প্রবেশের কারণে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি বাংলা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×