আগামীকাল দেশে ফিরছেন শহিদুল আলম
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৫ পিএম, ১০ অক্টোবর ২০২৫

বিশ্ববিখ্যাত আলোকচিত্রশিল্পী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম অবশেষে কারামুক্ত হয়ে দেশে ফিরছেন। ইসরায়েলের কারাগারে আটকের পর তিনি বর্তমানে তুরস্কে অবস্থান করছেন এবং আগামীকাল শনিবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আজ শুক্রবার, ১০ অক্টোবর দুপুরে শহিদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান নিশ্চিত করেছেন যে, তিনি আজই ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। তার ফ্লাইট শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
শহিদুল আলমকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়। তিনি ফিলিস্তিনের গাজামুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) একটি জাহাজে থাকা অবস্থায় অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে আটক হন। পরবর্তীতে তাদেরকে ইসরায়েলের কেথজিয়েত কারাগারে স্থানান্তর করা হয়।
এই ঘটনায় শহিদুল আলমের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে জরুরি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ। জর্ডান, মিশর ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়।
শহিদুল আলমের ফিরে আসার খবরে তার শুভাকাঙ্ক্ষীরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তেমনি কৃতজ্ঞতা জানিয়েছেন তার সহযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি। বিশেষভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং শহিদুল আলমের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, "শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনে সহযোগিতার জন্য আমরা প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"