শহিদুল আলম ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে: দৃক


শহিদুল আলম ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে: দৃক

গাজা উপত্যকায় অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দিতে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) একটি নৌবহর থেকে আটক করা হয় বাংলাদেশি বিশিষ্ট আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ বেশ কয়েকজন সাংবাদিক, চিকিৎসাকর্মী ও মানবাধিকার সংগঠককে। বর্তমানে তাদের সবাইকে ইসরায়েলের দক্ষিণে অবস্থিত কেৎজিয়েত কারাগারে রাখা হয়েছে।

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, এ তথ্য জানিয়েছে শহিদুল আলম প্রতিষ্ঠিত সংগঠন দৃক। তারা ফ্লোটিলা কোয়ালিশন এবং ‘আদালাহ-দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরায়েল’ এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

দৃক এক বিবৃতিতে জানায়, আটককৃতদের প্রথমে আশদদ বন্দরে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের স্থানান্তর করা হয় কেৎজিয়েত কারাগারে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “ফ্লোটিলার যাত্রীরা আদালাহর আইনজীবীদের জানিয়েছেন যে, জাহাজ দখলের পর থেকে তারা ইসরায়েলি দখলদার বাহিনীর নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ফিলিস্তিনিরা প্রতিদিন একইরকম ও আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছেন।”

নাগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারটি দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দু। দৃক জানায়, এই কারাগারে প্রায় ১০ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের অনেককেই কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বিবৃতির শেষাংশে দৃক দাবি করে, “সকল ফিলিস্তিনি বন্দির মুক্তি চাই, সকল ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের মুক্তি চাই। ফিলিস্তিন মুক্ত হবেই।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×