ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৫৯ পিএম, ০৮ অক্টোবর ২০২৫

লাইভ ও নেক্সট টিভি নামে দুটি নতুন টেলিভিশন চ্যানেলকে সম্প্রচার লাইসেন্স দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, “ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম গঠনে ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুযোগ দিতেই এই লাইসেন্স দেওয়া হয়েছে।”
বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি জানান, যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান, এবং সরকারের মেয়াদে আরও কিছু টেলিভিশন লাইসেন্স দেওয়া হতে পারে।
আওয়ামী লীগ সরকারের সময়ে লাইসেন্স পাওয়া চ্যানেলগুলো বন্ধ করা হয়নি এবং তা ভবিষ্যতেও হবে না বলে নিশ্চিত করেন মাহফুজ আলম। তিনি বলেন, “সব ধরনের নীতিমালা মেনেই নতুন টেলিভিশন লাইসেন্স দেওয়া হচ্ছে।”
তথ্য উপদেষ্টা আরও বলেন, “সাংবাদিক সুরক্ষা আইন সরকারের প্রথম অগ্রাধিকার, যা নির্বাচনের আগেই বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।” তিনি জানান, সবার মতামতের ভিত্তিতে গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা হবে।
মিডিয়া মালিকদের উদ্দেশে তিনি বলেন, ‘মিডিয়া মালিকরা কর রেয়াতসহ যেসব সুবিধা সরকার থেকে পাবেন, সেভাবে যেন কর্মীদেরও সুবিধা দেন।’ তবে তিনি নিশ্চিত করেন, ‘সরকার বেসরকারি প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবে, এমন নয়।’
তিনি বলেন, “আমরা চাই বহু স্বর আসুক। আমি যেহেতু কোনো মিডিয়া বন্ধ করব না, সেহেতু ফ্যাসিবাদ-বিরোধী যারা আছে, তাদের মিডিয়াতেও অন্তর্ভুক্ত করতে হবে। তবে এটা নতুন আইনে দিতে পারলে আমার জন্য সুখকর হতো।”
মাহফুজ আলম জানান, মিডিয়া শিল্পে ইতিবাচক পরিবেশ তৈরির জন্য সরকার কাজ করছে। বলেন, “আমরা চেষ্টা করছি একটা ভালো পরিবেশ তৈরি হোক।”
তিনি আরও বলেন, ওটিটি প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে থাকা সব ধরনের কনটেন্টকে একটি নীতিমালায় আনার উদ্যোগও চলছে।