‘আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১ কোটি ৩০ লাখ প্রবাসী’


‘আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১ কোটি ৩০ লাখ প্রবাসী’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

তিনি বলেন, প্রবাসীদের জন্য নিরাপদ পোস্টাল ব্যালট সেবা চালু করতে যাচ্ছে ডাক বিভাগ, যা এই বিপুল সংখ্যক প্রবাসী ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করবে।

এছাড়া ডাক বিভাগের কার্যকারিতা বাড়াতে সরকার ডাক আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে বলেও জানান ফয়েজ আহমদ।

তিনি বলেন, “ই-ভ্যালি, ই-অরেঞ্জর মতো আর কোনো ই-কমার্স প্রতিষ্ঠান যাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।”

চলতি মাসেই সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম চালু হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই প্ল্যাটফর্ম চালু হলে ই-কমার্স প্রতারণা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×