আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না: প্রধান উপদেষ্টা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৬ পিএম, ০৮ অক্টোবর ২০২৫

নিজস্ব শক্তিতে আত্মনির্ভর হয়ে ওঠার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতিকে আর দাসত্বে বন্দী রাখা যাবে না। দেশের তারুণ্য এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি টেকসই ও স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি গড়ে তোলার সময় এখন, বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার, ৮ অক্টোবর, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন। সভার উদ্দেশ্য ছিল বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়াকে আরও মসৃণ ও দীর্ঘমেয়াদে টেকসই করে তোলা।
ড. ইউনূস বলেন, "এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারুণ্য ও সৃজনশীলতা আমাদের শক্তি। এই শক্তি আর সুযোগ আমাদের আছে। এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না।"
সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।
জাতিকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিতে মানসিকতা ও অভ্যাসে পরিবর্তন আনার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, "আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদেরকে স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি। এর থেকে যত দ্রুত সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর কোনো কথা নাই।"
তিনি আরও বলেন, "এজন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে। আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটা কঠিন হলেও এ কাজে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলাদেশ মানেই হলো স্বনির্ভর বাংলাদেশ।"
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া দেশের ব্যবসায়িক অঙ্গনের শীর্ষ প্রতিনিধিরাও সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি, এফবিসিসিআইয়ের সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সভাপতি।