নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের নৌ ও শ্রম খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলা।

বুধবার, ৮ অক্টোবর, রাজধানীর নৌপরিবহন মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্দর অবকাঠামো উন্নয়ন, জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ এবং সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিশেষভাবে আলোচনায় গুরুত্ব পায় চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার চরে ডেনমার্কের সহায়তায় নির্মিতব্য কন্টেইনার টার্মিনাল প্রকল্প। রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলা এই প্রকল্পে ডেনমার্কের আগ্রহ পুনরায় প্রকাশ করেন।

আলোচনার একপর্যায়ে উপদেষ্টা জানান, ২০২৬-২৭ মেয়াদে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’ আসনে বাংলাদেশ প্রার্থিতা ঘোষণা করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনে বাংলাদেশের পক্ষে ডেনমার্ক সরকারের সমর্থন প্রত্যাশা করছি।” তিনি আইএমও সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের প্রতিশ্রুতি ও সক্রিয় ভূমিকার কথাও তুলে ধরেন।

রাষ্ট্রদূত মোলা বাংলাদেশের অনুরোধের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, “আমরাও চাই আইএমও নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দিতে।” তিনি উভয় দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

নৌ উপদেষ্টা আরও জানান, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আইএমও কনভেনশন বাস্তবায়ন, সমুদ্র দূষণ প্রতিরোধ ও খাতটির ডিজিটাল উন্নয়নে বাংলাদেশ নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “কার্বনমুক্ত ভবিষ্যৎ গঠনে আইএমও’র লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।”

জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে ডেনমার্কের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান উপদেষ্টা।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×