আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও অপরাধ কমছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও অপরাধ কমছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীতে সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিমাণ কমে এসেছে, বিশেষ করে ২৪৪ জনকে হাতেনাতে আটক করার পর থেকে। পাশাপাশি অপরাধ প্রবণতাও কমতির দিকে বলে জানিয়েছেন তিনি।

বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে নতুন কেনা ২০টি ডাবল কেবিন পিকআপ গাড়ি হস্তান্তরের অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে। ২৪৪ জনকে যখন আমরা একবারে হাতেনাতে ধরলাম এরপর সংখ্যাটা অনেক কমে আসছে। এরকমভাবে যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন, তাহলে এগুলো আরো কমে যাবে। এক সময় দেখবেন আস্তে আস্তে এলিমিনেট হয়ে যাবে। অপরাধের সংখ্যাও কমছে।"

তিনি আরও বলেন, নির্বাচনী আবহ তৈরি হলে অপরাধপ্রবণতা আরও কমে আসবে এবং প্রচারণা কার্যক্রমের গতি বাড়বে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

“নির্বাচনের সময় কয়েকটা অর্গানাইজেশনের বেশি কাজ থাকে। সবচেয়ে বেশি কাজ হচ্ছে ইলেকশন কমিশনের। এরপর আমাদের প্রশাসন, তারপর আইনশৃঙ্খলা বাহিনীতে আমরা যারা আছি। আর একটা হচ্ছে নির্বাচন যারা করবে পলিটিক্যাল পার্টি। তাদের ভূমিকা সবচেয়ে বেশি। পলিটিক্যাল পার্টির নমিনেশন দেওয়ার পরে ছোটখাটো সমস্যা দেখা দেয়। আমরা বলব সবাই যদি সহযোগিতা করেন, তাহলে নির্বাচন খুব ভালোভাবে হবে,” বলেন তিনি।

তিনি জনগণকেও একটি বড় ‘স্টেকহোল্ডার’ হিসেবে উল্লেখ করেন, যারা নির্বাচনের সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। “আর সবচেয়ে বড় স্টেকহোল্ডার হচ্ছে জনগণ। সবাই যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কেউ কোনও কিছু আটকাতে পারবে না। আমাদের দেশের জনগণ নির্বাচন সম্পর্কে খুবই সচেতন। দেখবেন এখনই চায়ের দোকানে নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এটা যতদিন ঘনিয়ে আসতে থাকবে আলোচনা আরো বেশি হবে। আপনারাও মিডিয়ায় প্রচার করবেন। আমরা আশা করি, নির্বাচন শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে হবে,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনা নিয়েও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার পুলিশের পেশাজীবী সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ ধরনের ঘটনার প্রতিবাদ জানায়। এ বিষয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, “এটার সংখ্যা আগে থেকে একটু কমছে। কিছুদিন আগে নরসিংদীতে আমাদের পুলিশের একটা ঘটনা ঘটছে। বাট এটাও কিন্তু কমে আসবে।”

তিনি আরও বলেন, “আপনারা যেভাবে প্রচার করে যাচ্ছেন এভাবে যদি করে যান, আমাদের জন্য ভালো হয়। জনগণও আস্তে আস্তে সচেতন হয়ে যাচ্ছে। সবকিছুর মূলেই তো জনগণ। জনগণ যখন দেখবে এই কাজগুলো খুবই খারাপ, তখন ওরা নিজেরাই প্রতিকার করবে।”

আলোচনার শুরুতে পুলিশ বাহিনীর জন্য পরিবহন ও অবকাঠামো সংকটের বিষয়টিও তুলে ধরেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের যে পরিমাণ গাড়ির প্রয়োজন ওই পরিমাণ নাই। প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং অন্যান্যদের সহযোগিতায় আমরা ২০০ গাড়ি কিনতে পেরেছি। আশা করি এ বছর আরো কিছু কেনা হবে। আপনারা জানেন পুলিশের যানবাহন খুবই প্রয়োজন। শুধু যানবাহন না, পুলিশের একোমোডেশনও প্রচুর স্বল্প।”

থানার অবকাঠামো পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “৫০টা থানার মধ্যে ২৫টা থানাই আমাদের ভাড়া করা। এর মধ্যে পাঁচটার কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। দুইটা থানা আশা করছি খুব তাড়াতাড়ি করতে পারব। তারপর ধীরে ধীরে অন্যগুলো করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×