জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে: আলী রীয়াজ


জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে: আলী রীয়াজ

জুলাই জাতীয় সনদ ২০২৫ কার্যকর করার সময় রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সব দল সমানভাবে সম্মতি না দিলেও জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসব ভিন্নমত স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

আজ বুধবার দুপুর তিনটায় অনুষ্ঠিত কমিশনের পঞ্চম বৈঠকের উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, "জুলাই জাতীয় সনদে যেসব ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো বিবেচনায় নিতে হবে। সব দল একইভাবে এগুলোকে মানবেন না। কারণ যারা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন, তারা শুধুমাত্র দলীয় স্বার্থ থেকে নয়, অন্যান্য বিবেচনাও মাথায় রেখে তাদের অবস্থান জানিয়েছেন।"

তিনি আরও বলেন, গণভোটের মূল উদ্দেশ্য হলো জনগণের সম্মতি নিশ্চিতকরণ, যেখানে এসব ভিন্নমত যথাযথভাবে প্রকাশ পাবে। “আমাদের লক্ষ্য থাকবে যে জনগণ যেসব বিষয়ে সম্মতি দিচ্ছে, তারা তা সম্পূর্ণ জ্ঞানসহনীয়ভাবে গ্রহণ করছে এবং জানে যে রাজনৈতিক দলের কিছু অংশ এ বিষয়ে আপত্তি রয়েছে।”

কমিশনের সহ-সভাপতি জানান, তারা প্রত্যাশা করে সব দলের মতামত ও আপত্তি বিবেচনার ভিত্তিতে একটি চূড়ান্ত প্রস্তাব তৈরি করে সরকারকে তা সুপারিশ করা হবে। “যদি কোনো পক্ষ থেকে স্পষ্ট প্রস্তাব আসে, আমরা সরকারকে সেটিই উপস্থাপন করব এবং সেটি বাস্তবায়নের জন্য অনুরোধ করব।”

তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সংক্রান্ত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যেই মৌলিক ঐকমত্য গড়ে উঠেছে এবং এখন কমিশন চূড়ান্ত কাঠামো নির্ধারণে কাজ করছে। “আমাদের প্রচেষ্টায় আমরা অনেকটাই এগিয়েছি এবং সকলেই গণভোটের প্রক্রিয়ায় একমত হয়েছি।”

অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, আগামী ১০ অক্টোবরের মধ্যে কমিশন সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে এবং ১৫ থেকে ১৬ অক্টোবরের মধ্যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “১১ সেপ্টেম্বর প্রথম বৈঠকে যখন আমরা বসেছিলাম, তখন বাস্তবায়ন নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছিলেন যে আমরা একমত হতে পারব কি না, কিন্তু এখন আমরা অনেকটাই এগিয়েছি। বাকিটা পথ আমরা সবাই মিলে নিশ্চিতভাবেই পেরিয়ে যাব।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×