উত্তরায় সেনাবাহিনীর হাতে কথিত ছাত্র সমন্বয়ক আকাশ গ্রেপ্তার


উত্তরায় সেনাবাহিনীর হাতে কথিত ছাত্র সমন্বয়ক আকাশ গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় দীর্ঘদিন ধরে ‘ছাত্র সমন্বয়ক’ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও ভয় সৃষ্টি করা চক্রের মূলহোতা আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানে উত্তরা ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আকাশ, মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)কে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আকাশ দীর্ঘদিন ধরে উত্তরা এলাকার বিভিন্ন স্থানে ভয়ভীতি ছড়াচ্ছিলেন। তিনি ও তার সহযোগীরা চাঁদাবাজি, মিথ্যা মামলা রচনাসহ নানা বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এছাড়া আকাশের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাং এলাকায় মারামারি, বিশৃঙ্খলা ও মব সৃষ্টি করত।

সূত্র আরও জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরার তিনজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে সিসিটিভি ফুটেজে হামলার স্পষ্ট প্রমাণ সংগ্রহ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে আকাশ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া তিনজনকে বর্তমানে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর কবির, দৈনিক সকালের সময়ের জোবায়ের আহমেদ এবং বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে ২০-২৫ জন কিশোর সন্ত্রাসী হামলা চালায়।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। উত্তরা পশ্চিম থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×