একটি মহলের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা


একটি মহলের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে আয়োজন রুখতে একটি মহল সক্রিয়, বিশেষ করে খাগড়াছড়িতে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলছে। আমরা সব প্রস্তুতি নিচ্ছি যাতে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। তবে এই মহল চেষ্টা করছে যাতে উৎসবটি ভালোভাবে অনুষ্ঠিত না হয়। খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মূল উদ্যোক্তারা এই মহল।

তিনি আরও জানান, ভারত ও ফ্যাসিস্টদের ইন্ধনে পাহাড়ে কোনো ধরনের ঘটনা ঘটতে না পারে, সেই কারণে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতিতে আটকা পড়া পর্যটকদের বেশিরভাগকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি সন্তোষজনক। তিনি সবাইকে আহ্বান জানান, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে উৎসবের সময় কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে জন্য সবাইকে সহায়তা করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ডিআইজি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×