হাজী সেলিমের বাড়ির গোপন কক্ষ থেকে উদ্ধার ৬ বিলাসবহুল গাড়ি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৪:২৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর আজিমপুর এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়িতে পরিচালিত এক অভিযানে তার ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধারের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।
রোববার, ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি যৌথ দল এই অভিযান শুরু করে। গুলশানারা মাসুদা টাওয়ার নামে পরিচিত ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং ঘেঁটে দেখা যায়, সেখানে একটি গোপন কক্ষ রয়েছে, সেখান থেকেই গাড়িগুলো উদ্ধার করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের গোপন রুমে বিলাসবহুল গাড়িগুলোর অবস্থান ছিল। উদ্ধার হওয়া যানগুলোর মধ্যে একটি গাড়ির গায়ে সংসদ সদস্যের লোগোও লক্ষ্য করা গেছে।
এই ঘটনার পর ভবনের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে আরেকটি সূত্র। যৌথ বাহিনী জানিয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমের সঙ্গে শেয়ার করা হবে।
অভিযান প্রসঙ্গে লালবাগ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান বলেন, “দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে। তবে সেখানে পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন।”