এবার পূজার আয়োজন খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা


এবার পূজার আয়োজন খুবই ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এবারের পূজার প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক এবং কোথাও কোনো ধরনের সমস্যা নেই।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্ম যেন মিলেমিশে কাজ করতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। প্রতিটি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।”

তিনি আরও জানান, পূজা কমিটির সঙ্গে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে— পূজার শুরু থেকেই প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টার নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সরকারি বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। ২৪ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরাও নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হবেন।

উৎসবমুখর পরিবেশে পূজা আয়োজনের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “এবারের পূজা অনেক আনন্দঘন হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।”

পূজামণ্ডপগুলোর সহায়তায় সরকার নারায়ণগঞ্জে মোট ৩২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল সরবরাহ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×