বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক


বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক

বরেণ্য গায়িকা ফরিদা পারভীনের মৃত্যুর খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এক শোকবার্তায় তিনি বলেছেন, দেশের সংগীতাঙ্গনে একজন অনন্য শিল্পীর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।

উপদেষ্টা ফারুকী বলেন, “লালন সঙ্গীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তাঁর কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তাঁর শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে।”

তিনি আরও জানান, ফরিদা পারভীনের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এবং আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করব। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার ও আপনজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শিল্পী ফরিদা পারভীন ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×