শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা


শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও সেবার খোঁজ নিতে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন গত রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনকালে ড. খালিদ আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারগুলোকে আশ্বস্ত করেন যে আহতদের যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া হবে এবং এই সংঘর্ষের প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। এছাড়া হাসপাতালে থাকা চিকিৎসকদের সর্বোচ্চ যত্ন প্রদানের নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এমন ধরনের সংঘর্ষ খুবই অনাকাঙ্ক্ষিত। দুষ্কৃতকারীরা নতুন কোনো চক্রান্ত বাস্তবায়ন করতে পারবে না। তিনি শিক্ষার্থী ও স্থানীয়দের আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্যও অনুরোধ জানান।

পরিদর্শনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফিন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×