শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ ডিএমপি কমিশনারের


শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ ডিএমপি কমিশনারের

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকে অস্বাভাবিক ও অপ্রীতিকর ঘটনা বলে উল্লেখ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৭ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে তিনি বলেন, “হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটানো হয়েছে, তার জন্য আমি ডিএমপির পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি।”

তিনি জানান, এই ঘটনার তদন্তের জন্য আগামীকাল একটি বিশেষ কমিটি গঠন করা হবে।

সাজ্জাত আলী আরও উল্লেখ করেন, রংপুরে যে ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি জিডি রয়েছে, সে বিষয়ে রংপুর মেট্রোপলিটান পুলিশের কমিশনারের সঙ্গে আগেই আলোচনা করা হয়েছে। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট আসামিকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।

এই সময় শিক্ষার্থীরা রমনা জোনের ডিসি মাসুদ আলমের পদত্যাগের দাবিও জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×