শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে রাজধানীতে তীব্র যানজট, জনভোগান্তি


শিক্ষার্থীদের শাহবাগ অবরোধে রাজধানীতে তীব্র যানজট, জনভোগান্তি

রাজধানীর শাহবাগ মোড়ে বুয়েট শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে ব্যাপক যানজট তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় সাধারণ পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। নগরবাসী আবারও আহ্বান জানিয়েছেন, দাবির বিষয় হলেও প্রধান সড়ক বন্ধ না করা হোক।

প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা তিন দফা দাবির কারণে বুধবার সকাল থেকেই শাহবাগ মোড় অবরোধ করেন। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে তারা মূল সড়কে অবস্থান নেন, যা শাহবাগ ও আশপাশের সড়কগুলো বন্ধ করে দেয়।

দুপুর ১২টার দিকে আন্দোলনের সভাপতি ওয়ালি উল্লাহ ও সহসভাপতি শাকিল আহমেদ বেলা ১টার মধ্যে দাবি পূরণ না হলে সচিবালয়ের দিকে যাওয়ার হুমকি দেন। এরপর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের কারণে শাহবাগ থেকে ফার্মগেট, সায়েন্সল্যাব, মতিঝিল ও আশপাশের প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। মৎস্য ভবন থেকে শাহবাগ হয়ে চলাচলকারী বাসগুলো ফিরে যাচ্ছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া যানবাহন মোড় পার হতে পারছে না। কাঁটাবন মোড় থেকে শাহবাগে আসা গাড়িগুলোও আটকে রয়েছে।

দিনভর আন্দোলন ও সংঘর্ষের মধ্যে ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণে চেষ্টা করেন। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রাস্তা চালু করা হয়েছে যাতে যান চলাচল কিছুটা স্বাভাবিক থাকে।

গণমাধ্যম ও সাধারণ মানুষ মনে করছেন, প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দাবির জন্য আন্দোলন চালানো জনদুর্ভোগ সৃষ্টি করে। তাই তারা দাবি আদায়ে জনদূর্ভোগ না করার আহ্বান জানিয়েছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×