গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ৩


গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল, আটক ৩

রোববার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তান এলাকায় হঠাৎ করে একটি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কিছু কর্মী। মিছিলের সময় পুলিশ তিনজনকে আটক করে।

মতিঝিল জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, “হকি স্টেডিয়ামের সামনে থেকে তারা মিছিল বের করেছিল সাধারণ মানুষের বেশে। প্রথমে তারা স্বাভাবিক স্লোগান দিচ্ছিল, একপর্যায়ে জয় বাংলা বলে ওঠে। এরপর সেখানে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।”

তিনি আরও জানান, “আমাদের কাছে গোয়েন্দা তথ্য থাকে, কিন্তু আজ হঠাৎ তারা সাধারণ মানুষের বেশে মিছিল শুরু করায় প্রথম দিকে আইনশৃঙ্খলা বাহিনী কিছু বুঝে উঠতে পারেনি। তবে তিনজন আটক আছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ নাকি আওয়ামী যুবলীগ নাকি আওয়ামী লীগের কর্মী তা এখন পর্যন্ত জানা যায়নি।”

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গুলিস্তান এলাকা থেকে শতাধিক লোক একটি ঝটিকা মিছিল বের করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবর অনুযায়ী, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এই মিছিল পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×