১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার


১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

প্রায় ১৩ বছর পর বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার দুপুর ২টার দিকে বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

এর আগে সকালে দুদিনের সফরের উদ্দেশ্যে তিনি ইসলামাবাদ থেকে রওনা হন। দীর্ঘ বিরতির পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এ সফরকে উভয় দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ সফর বাংলাদেশ–পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

সফরের প্রথম দিনেই ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের রাজনীতিক, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন ইসহাক দার।

রবিবার তার মূল বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। শুরুতে একান্ত আলোচনা এবং পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সংযুক্তি, জনগণের চলাচল সহজীকরণসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে গুরুত্ব দেওয়া হবে।

কূটনীতিকরা মনে করছেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা হলেও অমীমাংসিত বিষয়গুলোর সমাধান ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব হবে না।

সফরের শেষ দিনে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একইসঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় সাক্ষাৎ করবেন এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×