রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন পাকিস্তানের হাইকমিশনার


রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন পাকিস্তানের হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

এসময় তিনি পাকিস্তানের রাষ্ট্রীয় নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইমরান হায়দার বলেন, “পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক যৌথ ইতিহাস, অভিন্ন বিশ্বাস ও সাংস্কৃতিক সাদৃশ্যের ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা আশা করি পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে।”

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তার কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশে তার সফল মেয়াদকালের জন্য শুভকামনা জানান।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×