ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী জুতাপেটার মুখে শাকিব-জয়া


ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতীকী জুতাপেটার মুখে শাকিব-জয়া
ছবি: সংগৃহীত

১৫ আগস্ট নিয়ে সামাজিক মাধ্যমে ‘শোকগাথা’ লেখায় দেশের বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা ও বিশিষ্ট ব্যক্তি ছাত্র-জনতার তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তাদের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘কালচারাল ফ্যাসিস্টদের প্রতীকী জুতাপেটা’ কর্মসূচি পালন করা হয়। সেখানে একটি ব্যানারে বিভিন্ন তারকা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের ছবি ঝুলিয়ে প্রতীকীভাবে জুতাপেটা করেন আন্দোলনকারীরা।

ব্যানারে যাদের ছবি ছিল, তাদের মধ্যে ছিলেন অভিনেতা সঞ্চল চৌধুরী, অভিনেত্রী শমি কায়সার, শম্পা রেজা, জয়া আহসান, শামিম (মনা), জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক শাকিব খান, স্বাধীন খসরু, কচি খন্দকার এবং মেহের আফরোজ শাওন।

তালিকায় আরও ছিলেন সাংবাদিক শাহেদ আলম, আব্দুন নূর তুষার, জ. ই মামুন, আনিস আলমগীর, ফারাবী হাফিজ, লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন, ক্রিকেটার সাকিব আল হাসান, সংগীতশিল্পী রাহুল আনন্দ, ব্যান্ড ‘আর্টসেল’-এর লিংকন এবং নাট্যকার সুমন আনোয়ার। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বাকশালী ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন।

আন্দোলনকারীদের মতে, এই তারকাদের অনেকেই গত বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সাময়িকভাবে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছিলেন, কিন্তু এখন আওয়ামী লীগকে, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছেন।

১৫ আগস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তারা যে পোস্ট দিয়েছেন, সেখানে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশন ও বার্তাকে আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শাসনের প্রতি নীরব সমর্থন হিসেবে ব্যাখ্যা করছেন।

এই কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা শক্তিগুলো বিশেষ করে সামাজিক মাধ্যমে তাদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন ফেসবুকে জানিয়েছে, “ফ্যাসিস্টদের দোসর যে সব তারকারা আজকে (১৫ আগস্ট) শোক দিবস পালন করেছে, তাদেরকে উত্তরায় অবাঞ্চিত ঘোষণা করা হলো। উত্তরায় তাদের শুটিং করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরার ছাত্র-জনতা, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি।”

উল্লেখ্য, রাজধানীর উত্তরা এলাকায় বহু শুটিং হাউস রয়েছে এবং দেশের টিভি নাটকের বড় একটি অংশের শুটিং হয় সেখানেই।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×