দাবি আদায়ে সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা


দাবি আদায়ে সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আবারও সরকারের কাছে এক মাসের সময় বেঁধে দিলো এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক শেষে প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি জানান, এক মাসের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আগামী ১৪ সেপ্টেম্বর সারা দেশের এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপর ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।

আলোচনার বিষয়ে দেলাওয়ার হোসেন আজিজী বলেন, মন্ত্রণালয় জানিয়েছে এমপিওভুক্ত কর্মচারীদের বাড়ি ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার উদ্যোগও নেওয়া হচ্ছে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সব দাবি একসঙ্গে পূরণ করা সম্ভব নয় এবং প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, আমরা বিশেষভাবে বাড়ি ভাতা বৃদ্ধির দাবিতে জোর দিয়েছি। যদি এই দাবিগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে অনুমোদন না হয়, তাহলে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করবো।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×