শাহবাগে র‌্যাবের ছদ্মবেশে ডাকাতির ঘটনায় খেলনা পিস্তলসহ ৮ জন গ্রেফতার


শাহবাগে র‌্যাবের ছদ্মবেশে ডাকাতির ঘটনায় খেলনা পিস্তলসহ ৮ জন গ্রেফতার

রাজধানীর শাহবাগে র‌্যাবের ছদ্মবেশ ধারণ করে নগদ টাকা ও স্বর্ণালংকার ভর্তি ব্যাগ ছিনতাই করার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে আট সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে র‌্যাবের ইউনিফর্ম, খেলনা পিস্তল, ব্যাজ, হ্যান্ডকাফসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: মিন্টু হালদার (৪২), নাজমুল হাসান, নির্মল হালদার (৩৭), সালাউদ্দিন (৩৫), দেলোয়ার হোসেন সিকদার (৫৫), সৈয়দ শামীম হোসেন (৪৫), পবিত্র পাল (৩৮) ও বলরাম চন্দ্র পাল (৩৭)।

শনিবার (২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এই তথ্য জানান।

ডিসি মাসুদ আলম জানান, গত ২৮ জুলাই বিকেল ২টা ৫৫ মিনিটের দিকে সচিবালয় মেট্রো স্টেশনের নিকটে রঞ্জন চন্দ্র সিংহ নামে এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় ৩-৪ জন র‌্যাব ইউনিফর্ম পরিহিত ব্যক্তি তাকে একটি মাইক্রোবাসে উঠানোর চেষ্টা করে। সে সময় রঞ্জন চন্দ্র সিংহ তাদের হাত থেকে বাঁচতে নগদ টাকা ও স্বর্ণালংকার ভর্তি ব্যাগটি রাস্তায় ফেলে দেন। পরে ওই ব্যাগটি র‌্যাবের পোশাক পরিহিত ব্যক্তিরা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ওই ব্যাগে ছিল নগদ চার লাখ টাকা ও প্রায় ১১ ভরি সোনা। ঘটনার পর রঞ্জন চন্দ্র সিংহ ৩১ জুলাই শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার তদন্তের অংশ হিসেবে শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সাহায্যে অভিযান পরিচালনা করে আট ডাকাতকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি র‌্যাবের শার্ট, একটি প্যান্ট, দুইটি হ্যাঙ্গিং ব্যাজ, চারটি সোল্ডার ব্যাজ, ছয়টি র্যাঙ্ক ব্যাজ, একটি লেনিয়ার্ড, একটি টিউনিং হ্যাঙ্গিং ব্যাজ, একটি ক্যাপ, ১১টি মোবাইল ফোন, দুইটি খেলনা পিস্তল, দুইটি হ্যান্ডকাফ, দুইটি সিগন্যাল লাইট এবং একটি হিরো স্কুটি।

ডিসি মাসুদ আলম আরও বলেন, “গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য, যারা তাঁতীবাজার এলাকার সোনা ব্যবসায়ীদের লক্ষ্য করে পথরোধ করে র‌্যাব ও ডিবি পরিচয় দিয়ে ডাকাতি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।”

তিনি জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×