বৈষম্যবিরোধী নেতাদের অবৈধ সম্পদ বিষয়ে অনুসন্ধানে বাধা নেই: দুদক মহাপরিচালক


বৈষম্যবিরোধী নেতাদের অবৈধ সম্পদ বিষয়ে অনুসন্ধানে বাধা নেই: দুদক মহাপরিচালক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অনুসন্ধানে কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “চাঁদাবাজির মামলায় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সংগঠনের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে যদি অবৈধ সম্পদ অর্জনের স্পষ্ট অভিযোগ পাওয়া যায়, তাহলে তা তদন্তে কোনো বাঁধা নেই।”

সম্প্রতি আন্দোলনের কয়েকজন নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং গণমাধ্যমে তাদের বিশাল সম্পদের বিষয়টি আলোচিত হয়েছে, যেখানে কেউ কেউ বাড়ি ও গাড়ির মালিকানা নিয়েছেন বলে জানা গেছে।

তাদের অর্জিত সম্পদ দুদকের কর্তৃত্বের মধ্যে পড়ে কি না- জানতে চাইলে মো. আক্তার হোসেন বলেন, “চাঁদাবাজি দুদকের এখতিয়ারভুক্ত নয়। কিন্তু কেউ যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে, তাহলে সেটি আমাদের তদন্তের আওতায় পড়ে।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “এই বিষয়ে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ আসে, আমরা তৎক্ষণাৎ তদন্তে বাধা পাব না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×