মাইলস্টোন দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা


মাইলস্টোন দুর্ঘটনায় নিহত দুই শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের শুরুতেই মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।

দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সংক্রান্ত সহায়তায় সব ধরনের সরকারি সহায়তা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয় সভায়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়, বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে, যা খুব শিগগিরই নির্ধারিত প্রক্রিয়ায় ঘোষিত হবে।

এ ছাড়া নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×