রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী বরখাস্ত


রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী বরখাস্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার জেরে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্তের পর তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।

বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৩ এপ্রিল অনির্বান চৌধুরীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। এই গ্রেপ্তারি কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক ইস্যুকৃত একটি ওয়ারেন্টের ভিত্তিতে সম্পন্ন হয়। পরে তাকে আদালতে হাজির করা হয়।

এ ঘটনার প্রেক্ষিতে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারার আওতায় অনির্বান চৌধুরীকে গ্রেপ্তারের দিন অর্থাৎ ১৩ এপ্রিল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্ব পালন করবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×