সিঙ্গাপুর থেকে চিকিৎসক-নার্স আসছেন রাতেই
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:২৩ পিএম, ২২ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহযোগিতায় জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স আনা হচ্ছে। এই চিকিৎসা দল মঙ্গলবার রাতেই ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।
এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, “চিকিৎসক ও নার্সরা ঢাকায় এসে আহতদের অবস্থা পর্যালোচনা করবেন। যদি প্রয়োজন হয় এবং তারা বিদেশে উন্নত চিকিৎসার সুপারিশ করেন, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।”
দুর্ঘটনায় আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিতে সরকার আন্তর্জাতিক সহযোগিতা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।