সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা, সচিবালয় এলাকায় ফিরেছে স্বাভাবিকতা


সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা, সচিবালয় এলাকায় ফিরেছে স্বাভাবিকতা

সচিবালয় এলাকায় টানা উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশের পাল্টা অভিযানের পর বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে গেছে। এর ফলে সচিবালয় এলাকা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

ঘটনাস্থলে সরেজমিনে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা সরে যাওয়ার পর সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে দীর্ঘ সময় আটকে থাকা কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদে কর্মস্থল ত্যাগ করেন।

দিনের শুরুতে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন। আন্দোলন চরমে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালান।

পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে একাধিকবার সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে। লাঠিচার্জের মাধ্যমে শিক্ষার্থীদের পিছু হটানো হয় এবং তারা গুলিস্তান জাতীয় স্টেডিয়াম মার্কেটের দিকেও অবস্থান নেয়। জিরো পয়েন্ট ও গুলিস্তানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসব অভিযানে পুলিশ আবারও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

সন্ধ্যা নামার আগেই শিক্ষার্থীরা পুরোপুরি সড়ক ত্যাগ করে। এরপর পুলিশ জিরো পয়েন্ট ছেড়ে সচিবালয়ের চারপাশে অবস্থান নেয় এবং নিরাপত্তা নিশ্চিত করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সচিবালয়ের সব কর্মকর্তা ও কর্মচারী নিরাপদে বের হতে পেরেছেন। এ সময় সচিবালয় এলাকা ঘিরে মোতায়েন ছিল পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ড এবং বিজিবি সদস্যরা।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, পুলিশের লাঠিচার্জে এ পর্যন্ত ৭০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

সূত্র: ইউএনবি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×