প্রধান উপদেষ্টার পেজ থেকে সরিয়ে ফেলা হলো অর্থ সহায়তা চাওয়ার পোস্ট
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:২৬ পিএম, ২২ জুলাই ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বানে করা একটি ফেসবুক পোস্ট প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে সরিয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে 'চিফ অ্যাডভাইজার জিওবি' নামে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তা পাঠাতে চাইলে সংশ্লিষ্ট একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া যেতে পারে।
পোস্টটিতে সোনালী ব্যাংক লিমিটেডের করপোরেট শাখায় খোলা প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করা হয়। একইসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো হয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও।
বিজ্ঞপ্তিটি ফেসবুকে প্রকাশিত হওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে। অনেকেই পোস্টটির স্ক্রিনশট তুলে নিজেদের টাইমলাইনে আপলোড করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য এ ধরনের আর্থিক সহায়তা আহ্বানকে কেন্দ্র করে সমালোচনাও করেন।
এই প্রতিক্রিয়ার কিছু সময়ের মধ্যেই ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়।