মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের কবরের স্থান নির্ধারণ


মাইলস্টোনের নিহত শিক্ষার্থীদের কবরের স্থান নির্ধারণ

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যেসব শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, তাদের দাফনের জন্য নির্ধারণ করা হয়েছে বিশেষ কবরস্থান।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শিক্ষার্থীদের মরদেহ দাফনের জন্য উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থানে একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ করেছেন প্রধান উপদেষ্টা। ভবিষ্যতে এই স্থানটি স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণ করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, কয়েকদিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী নিহত হয়, যা সারা দেশে শোকের ছায়া ফেলেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×