উত্তরায় বিমান দুর্ঘটনা: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা


উত্তরায় বিমান দুর্ঘটনা: উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিধ্বস্ত হওয়া বিমান দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়, যা দুর্ঘটনাস্থলে কয়েক ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান শেষে আসে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছিল বিমান বাহিনীর ধ্বংসাবশেষ সরানোর কাজ শেষ না হওয়া পর্যন্ত। অবশেষে রাত ৯টা ১০ মিনিটে সব উদ্ধার ইউনিটকে প্রত্যাহার করা হয়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে অংশ নেয় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। তাদের পাশাপাশি সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও তৎপর হন। আহতদের তাৎক্ষণিকভাবে রাজধানীর সিএমএইচ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ উত্তরার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৭১ জন। তবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় বা অবস্থা সম্পর্কে এখনও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে সরেজমিনে দেখা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে। এরপরই শুরু হয় আহতদের উদ্ধার ও দ্রুত হাসপাতালে পাঠানোর কাজ। দুপুর ২টা ২৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পরে ধাপে ধাপে ক্রেনের সাহায্যে বিধ্বস্ত বিমানটির বিভিন্ন অংশ স্কুল ভবন থেকে সরিয়ে নেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×