উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০


উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোথায় কতজন আহত ও নিহত:

আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন হাসপাতালে হতাহতদের চিকিৎসা চলছে। হাসপাতওয়ার ভিত্তিতে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:

কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩ জন, নিহত ১

সিএমএইচ (ঢাকা): আহত ১৭ জন, নিহত ১২

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১ জন, নিহত ২

লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১ জন, নিহত ২

উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন, নিহত নেই

এই আটটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৭১ জন আহত ব্যক্তি এবং মৃত্যুবরণ করেছেন মোট ২০ জন।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিধ্বস্ত হয়। বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির অবস্থান করছিলেন।

দুর্ঘটনায় প্রাণহানি ও ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×