নেগেটিভ রক্তে সংকট, স্বেচ্ছাসেবকদের আকুতি হাসপাতালে
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৬:৪৩ পিএম, ২১ জুলাই ২০২৫

উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের রক্ত দিতে ঢাকার হাসপাতালগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকরা। রক্তদানের এই সাড়া জাগানো উদ্যোগের মধ্যেও দেখা দিয়েছে একটি বড় সংকট—নেগেটিভ রক্ত গ্রুপের।
সোমবার (২১ জুলাই) দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, অনেক স্বেচ্ছাসেবক মাইকে অনুরোধ করছেন—যাদের রক্তের গ্রুপ নেগেটিভ, তারা যেন রক্ত দিতে দ্রুত এগিয়ে আসেন। অস্থায়ী বুথে রক্তের গ্রুপ নির্ধারণের ব্যবস্থাও চালু রাখা হয়েছে যাতে দ্রুত উপযুক্ত দাতা খুঁজে পাওয়া যায়।
স্বেচ্ছাসেবক নুরুননবী বলেন, “আমাদের হাতে পজিটিভ ব্লাড অনেক আছে। কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত খুবই কম। বেশিরভাগ আহতের রক্তের প্রয়োজন মেটাতে গেলে নেগেটিভ গ্রুপ দরকার হচ্ছে। এখন পর্যন্ত অল্প পরিমানে নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া গেছে, কিন্তু তা যথেষ্ট নয়। আমাদের আরো রক্তের প্রয়োজন।”
অন্যান্য স্বেচ্ছাসেবকরাও জানিয়েছেন, নেগেটিভ রক্তগ্রুপধারী দাতাদের হাসপাতালে এসে রক্ত দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। যদিও সরাসরি সাড়া তুলনামূলকভাবে কম, তবে সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন কল এবং পরিচিতজনদের মাধ্যমে রক্তদাতা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।
নেগেটিভ রক্তের অভাবে আহতদের চিকিৎসা ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হওয়ায় সংশ্লিষ্টরা দ্রুত এই বিরল রক্তগ্রুপধারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।