এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব


saurav/resize-600x315x1x0-image_164440_1739650696.webp

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর পালানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এই মন্তব্য করেন।

তিনি লিখেন, গত বছরের জুলাই মাসে সংঘটিত কোটা বিরোধী আন্দোলন নিয়ে বিবিসির সম্প্রতি প্রকাশিত অনুসন্ধানমূলক প্রতিবেদনটিতে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ স্পষ্টভাবে উঠে এসেছে। প্রতিবেদনে এমনকি শতাধিক শিশুর মৃত্যুর কথাও উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

শফিকুল আলম জানান, এই প্রতিবেদন আন্তর্জাতিক মহলে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার দাবি আরও জোরালো করবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে জবাবদিহির আওতায় আনার চাপ বাড়াবে। তার ভাষায়, “শেখ হাসিনাকে গণহত্যার দায়ে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তিনি আর পালাতে পারবেন না। গত ১৫ বছর ধরে যারা তার নির্দেশে দমনপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।”

বিবিসির ‘আই ইনভেস্টিগেশন’ ইউনিটের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, একটি ফাঁস হওয়া ফোনালাপের অডিও বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে—শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন এবং বলেন, "যেখানেই ওদের পাওয়া যাবে, গুলি করা হবে।” সরকারি এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের এই অডিওটিকে প্রতিবেদনটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছে, যা তার সরাসরি নির্দেশনার বিষয়টি স্পষ্ট করে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×