জুলাই আন্দোলন কেন অনিবার্য ছিল, চতুর্থ পোস্টার প্রকাশ


February 4 2025/images (7) dw.jfif

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে শুক্রবার (৪ জুলাই) চতুর্থ পোস্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা এই পোস্টারগুলো ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে প্রতিদিন একটি করে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তৈরি এই দশটি পোস্টারে তুলে ধরা হচ্ছে- কেন ২০২৪ সালের জুলাই আন্দোলন অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই সময়ে কী ঘটেছিল।

আজকের প্রকাশিত পোস্টারে উঠে এসেছে শহীদ আবরার ফাহাদের প্রসঙ্গ, যিনি জুলাই আন্দোলনের অন্যতম অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত। পোস্টারে আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্মম হত্যাকাণ্ডকে ‘জুলাইয়ের অনিবার্যতার একটি কারণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা, শিল্পী দেবাশিস চক্রবর্তী এই দশটি পোস্টার এঁকেছেন, যা পর্যায়ক্রমে প্রকাশিত হবে। আজ জুলাইয়ের চতুর্থ পোস্টারটি প্রকাশ করা হলো। এগুলোর মধ্য দিয়ে আন্দোলনের প্রেক্ষাপট, কারণ ও তাৎপর্য ফুটে উঠবে। 

উল্লেখ্য, ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে ১ জুলাই থেকে। এতে রয়েছে স্মারক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পোস্টার প্রদর্শনী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×