চুয়াডাঙ্গায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ


saurav/unnamed-d03fda8b8fc13a5ad14b73a932b6714f.jpg

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলস্টেশনে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিরাজগঞ্জ বাজারগামী একটি মালবাহী ট্রেন মোংলা বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। স্টেশনে ক্রসিং শেষ করে লুপ লাইন থেকে মূল লাইনে ওঠার সময় গার্ডব্রেকের একটি বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

এ বিষয়ে উথলী রেলস্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তাদের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম শুরু হবে। ততক্ষণ পর্যন্ত খুলনার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এদিকে, লাইনচ্যুত বগিটি ফেলে রেখে মালবাহী ট্রেনটির বাকি অংশ দর্শনার দিকে রওনা হয়েছে। তবে দুর্ঘটনার কারণে খুলনা রুটের যাত্রী ও মালবাহী সব ট্রেন চলাচল স্থগিত থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

ঢাকাওয়াচ/এমএস

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×